Looking For Anything Specific?

ads header

একাধিক ফোনে নম্বর পরিবর্তন না করেই একই Whatsapp ব্যবহারের করুন!!!

বর্তমানে মানুষ এমনভাবে প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়েছে এর কোন ইয়ত্যা নেই। মোবাইলে internet ব্যবহারকারীদের কাছে বিনা মূল্যে messaging সেবা হিসেবে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় Whatsapp
সাধারণত একটি ফোনে Whatsapp একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়। কারণ হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়ার সময় নিজ থেকেই চেক করে নেয় কোথাও সে নম্বর ব্যবহার হচ্ছে কিনা।
তবে একটু বুদ্ধি করে একাধিক ফোন থেকেও একই নম্বর
ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতে
পারেন আপনি। এর জন্য শুধু দ্বিতীয় ফোনে থাকতে হবে সক্রিয় internet connection। যা SIM Card ছাড়াও চালু থাকতে পারে।
দ্বিতীয় ফোনের web browser খুলে www.whatsapp.com-এ যান।
ব্রাউজার অপশন থেকে Request Desktop Site বেছে নিন। এখান থেকেই পেয়ে যাবেন প্রয়োজনীয় QR Code। এবার প্রথম ফোন, অর্থাৎ যেখানে Whatsapp install করা রয়েছে সেই ফোনের option/settings-এ গিয়ে Whatsapp Web সিলেক্ট করুন। পেয়ে যাবেন QR Scaner।
এবার দুইটি ফোনের QR Code scan করলেই দ্বিতীয় ফোনও একই নম্বরে লগ-ইন হয়ে যাবে। এভাবে
আপনি দুইটি ফোন থেকে একই নম্বরে Whatsapp করতে পারেন।
তবে এক্ষেত্রে একই সময়ে শুধুমাত্র একটি ফোন থেকেই আপনি সক্রিয়ভাবে Whatsapp use করতে
পারবেন। দ্বিতীয় ফোন থেকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথম ফোন থেকে logout করতে হবে।


ধন্যবাদ ভাল থাকুন এবং সাথে থাকুন

Post a Comment

0 Comments