Smart Card |
মাএ ২ মাসের মধ্যেই রাজধানীর ৪৪ লাখ ভোটার এর হাতে আর্ন্তজাতিক মানের Smart জাতীয়
পরিচয়পত্র তুলে দিতে প্রস্তুুত
জনালেন নির্বাচন কমিশন। রাজধানীর পরই শুরু
হবে সারাদেশে স্মার্ট কার্ড বিতরণ।
ইতোমধ্যে রাজধানীর প্রায় ৭০ ভাগ
ভোটারের স্মার্ট কার্ড প্রিন্টিং এর
কাজ শেষ হয়ে গেছে। রাজধানীর
প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে প্রত্যেক
ভোটারের হাতে দেয়া হবে অত্যাধুনিক
স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
আজ না কাল এইসব করে সময় পেরিয়ে
গেছে প্রায় এক বছর। দেশের মানুষ
এখনো চোখে দেখেনি স্মার্ট কার্ডটি।
বিভাগটির প্রধান জানালেন ২ মাসের
মধ্যে পুরনো জাতীয় পরিচয়পত্র
ফিরিয়ে নিয়ে ভোটারদের হাতে স্মার্ট
কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু করা হবে।
সারাদেশে মোট ভোটার ৯ কোটি ৯৮
লাখ ৯৮ হাজার ৫’শ এরমধ্যে
রাজধানীতে ভোটার প্রায় ৪৪ লাখ।
রাজধানীর ভোটারদের হাতে স্মার্ট
কার্ড তুলে দিয়েই শুরু হবে কার্যক্রম।
জাতীয় পরিচয়পত্র বিভাগের ডিজি
ব্রিগেডিয়ার জেনারেল
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন
বলেন: শীঘ্রই দেয়া হবে স্মার্টকার্ড।
চুক্তি বিধান মেনেই দ্রুত দিয়ে দেয়ার
চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী ১৬-১৮
মাসের মধ্যেই এই কার্ড বিতরণের
সময়সীমা বেধে দেয়া হয়েছে।’
তবে সারাদেশের
ভোটারদের হাতে
স্মার্ট কার্ড তুলে
দিতে আর কিছু
বাড়তি সময় লাগবে বলে জানিয়েছেন
প্রকল্পের ডিজি। এবছরই প্রত্যন্ত
কোন অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির
মধ্য বিতরণের মধ্য দিয়ে সারাদেশের
কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা
নেবার কথা জানান তিনি।
ডিজি জানান, " নির্বাচন কমিশন"
দেশব্যাপী ক্যাম্প করে এই কার্ড
বিতরণ কর্মসূচি নেয়ার পরিকল্পনা করা
হচ্ছে।
আগামীতে ভোটারদের বিড়ম্বনা
কমাতে জাতীয় পরিচয়পত্রের যে কোন
সংশোধন সহ মুদ্রণ সুবিধা দেবার
বিষয়েও পরিকল্পনা নিচ্ছে নির্বাচন
কমিশন।
0 Comments
Great Post