Looking For Anything Specific?

ads header

সহজ উপায়ে Android Phone-এর Data বাঁচান

এখানে Android Phone-এর কম মোবাইল ডটা ব্যবহারের কিছু সহজ উপায় তুলে ধরলাম-


  • Chrome Page কম্প্রেস:  আপনি ওয়েব ব্রাউজের জন্য ক্রোম ব্যবহার করলে মোবাইল ব্রাউজার ডাটা খরচ 30-35 শতাংশ সংরক্ষণ করতে পারেন।  Chrome Browser open করে উপরের ডান দিকের কোণায় অবস্থিত তিনটি বিন্দুতে টাচ করুন, ডেটা সেভার চালু করতে সেটিংসে নিচে যান এবং তারপর গ্রাফ-এর উপর নজর রাখুন দেখুন আপনার ডেটা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে।

  • Background Data Restrictionডেটা সংরক্ষণ করার সবচেয়ে সহজ পদ্ধতি হল  আপনার Android সিস্টেমের Background Data Restrict করা। 


  • Sync off করে রাখা: Phone-এ যতগুলো App installed রয়েছে সবগুলোর Sync অফ করে রাখুন। যেসব App automatic sync হয়, সেগুলোকে Auto sync করা হতে বিরত রাখুন।
তাহলেই দেখবেন আপানার Phone-এর Data Usage আগের চেয়ে অনেক কমে গিয়েছে

Post a Comment

0 Comments