Looking For Anything Specific?

ads header

জেনে নিন, Run মেনুর Prefetch কী

আমরা সবসমই একটা জিনিষ করি সেটা হল কম্পিউটার কে ফাস্ট রাখার জন্য run এ গিয়া অনেক কিছু লিখি। তার মধ্যে একটা হল Prefetch. কিন্তু আমরা জানি না আসলে এই Prefetch টা কি। তবে এটা আসলে করাটা ঠিক না।
Run Menu Prefetch

আসলে জানতে হবে Prefetch টা কী এবং এতে কী কী থাকে?

আমরা যে যে Program বেশি ব্যবহার করি, যে যে  Program স্টার্টআপ এ রয়েছে এবং আমরা কিভাবে Windows ব্যবহার করছি ইত্যাদির একটা list আকারে এই Prefetch এ save  করা থাকে। এই Prefetch ডাটা সেভ করে রাখার ফলে পরবর্তী সময় কম্পিউটার অন করতে এবং প্রোগ্রাম গুলো কে দ্রুত কাজ করতে সাহায্য করে। এটি ডিলিট করলে Computer অন হবার গতি slow হয়ে যায়। এই ফাইল টি শুধু ২-৩ মাসে একবার ডিলিট করা উচিত।

Post a Comment

0 Comments